শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নার্স-সিন্ডিকেট চক্র পাচার করছে লাখ লাখ টাকার ওষুধ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বসেই সরকারি ওষুধ রোগীদের কাছে বিক্রি করছেন নার্স-সিন্ডিকেটরা। হাসপাতাল থেকে লাখ লাখ টাকার ওষুধ বাইরে পাচার করে দিচ্ছে এই সিন্ডিকেট চক্রটি।

অভিযোগ পাওয়া গেছে, ওষুধের স্টোর কর্মকর্তা ও কর্মচারীও জড়িত রয়েছে এ চক্রের সঙ্গে। নিউজ পোর্টালে, পত্রিকা ও টিভিতে এসব ঘটনার সংবাদ বার বার প্রকাশ হওয়ার পরও হাসপাতালের কর্তৃপক্ষের কোনো টনক নড়ছে না। এর কারণ কী সাধারণ মানুষ জানার আগ্রহ প্রকাশ করেছে। হাসপাতালে এই রকম অনেক অহরহ ঘটনা ঘটছে। ধরা পড়লে জানা যায়, আর ধরা না পড়লে তাদের কার্যক্রম চলতেই থাকে।

এমনি একটি ঘটনা ঘটেছে, লক্ষ্মীপুরের চন্দগঞ্জ উপজেলা থেকে ১৮ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় লিভারের সংক্রমণে আক্রান্ত ফয়সাল হোসেনকে (১৯)। পরে চিকিৎসকের পরার্মশে ভর্তি হন মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডের এক্সটা-২০ নম্বর বেডে। চিকিৎসক তাকে দেখে হাই অ্যান্টিবায়োটিক মেরোপেনেম ইনজেকশন লিখে দেন। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন তাকে একটি করে ইনজেকশন দেওয়ার কথা। সরকারিভাবে এই ইনজেকশন বরাদ্দ রয়েছে। তবে ওই ওয়ার্ডের নার্স রোগীর স্বজনদের বলেন, এটা আমাদের এখানে সরসরাহ নেই। নার্স বলেন, টাকা দিলে তিনি ব্যবস্থা করে দেবেন।

তারপর এক হাজার টাকা করে দু'টি ইনজেকশন রোগীর স্বজনের কাছে ২০০০ টাকায় বিক্রি করেন ৭০১ নম্বর ওয়ার্ডের ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স বিপ্রজিত মণ্ডল। পরে বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে লিখিতভাবে ভুল স্বীকার করেন বিপ্রজিত মণ্ডল পার পেয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রোগী ফয়সাল হোসেনের ভাবী পলি আক্তার বলেন, আমার দেবর ঢাকা মেডিকেলে ভর্তি হয় ১৯ সেপ্টেম্বরে ৭০১ নম্বর ওয়ার্ডের এক্সটা-২০ নম্বর বেডে তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, চিকিৎসক একটি হাই অ্যান্টিবায়োটিক ইনজেকশন লিখে দেন। পরে এখানে ডিউটিরত নার্স বিপ্রজিত মণ্ডল জানান, এক হাজার টাকা করে দিলে সে এই ইনজেকশন ব্যবস্থা করে দিতে পারবে। পরে আমরা তার কাছ থেকে এক হাজার টাকা করে দুটি ইনজেকশন দুই হাজার টাকায় কিনে নেই। আমরা তো বুঝতে পারিনি এটা যে সরকারি ইনজেকশন।

তিনি সরকারি ইনজেকশন আমাদের কাছে বেচে দিয়েছেন। পরে বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি জানাজানি হলে নার্সদের সিনিয়র অফিসাররা এসে আমাদের সঙ্গে কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র স্টাফ নার্স বলেন, সরকারি ওষুধ বা ইনজেকশন কোনোভাবেই রোগীর কাছে বিক্রি হতে পারে না। সরকার যে ওষুধ ফ্রি দিয়েছে, সেটা তিনি কীভাবে বিক্রি করলেন। এটি একটি অনেক বড় অপরাধ। একটি দায়িত্বশীল জায়গা থেকে এটি করার কোনো সুযোগ নেই। আমরা জানতে পেরেছি, ভুল স্বীকার করে একটি লিখিত আবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন বিপ্রজিত।

তিনি আরও বলেন, আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই। এ অপরাধে যদি সে বেঁচে যায় তাহলে অনেকেই এরকম অপরাধে জড়িয়ে পড়বে। আর সাধারণ নার্সরা কেন এই দায় নেবে।

সরকারি ইনজেকশন রোগীর কাছে বিক্রির বিষয়ে প্রশ্ন করা হলে ঢামেক হাসপাতালের নার্সিং সেবা তত্ত্বাবধায়ক লিখা বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে আপনার এত ইন্টারেস্ট কেন?’

এরপর তিনি বলেন, ‘সে ভুল স্বীকার করে আমাদের কাছে লিখিত একটি আবেদন দিয়েছে। আবেদনে এমন ভুল আর কখনো হবে না বলে ক্ষমা চেয়েছে সে। আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। পরবর্তী সময়ে এমন কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা তাকে ওই ওয়ার্ডে ডিউটিতে আর রাখব না। তাকে ঢামেক হাসপাতালের অন্য জায়গায় ডিউটি দেওয়া হবে। দুই দিনের জন্য পূজার ছুটিতে আছে।’

ছুটি শেষে এলে তাকে অন্য জায়গায় ডিউটি দেওয়া হবে বলে জানান তিনি। লিখা বিশ্বাস বলেন, ‘আমরা তাকে প্রথমবার সুযোগ দিয়েছি, দ্বিতীয়বার আর এই সুযোগ দেওয়া হবে না।’এ বিষয়ে জানতে সিনিয়র স্টাফ নার্স বিপ্রজিত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি৷

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টারের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলনে, হাসপাতালে এই সব সিন্ডিকেটের কারণে রোগীরা ঠিকমত ওষুধ ও অন্য কোনো জিনিসই পাচ্ছেন না।

কর্তৃপক্ষকে চোখের আড়াল করে তারা লাখ লাখ টাকার ওষুধসহ বিভিন্ন জিনিস পত্র বাইরে পাচার করে দিচ্ছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্হা নিতে পারছে না।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.নাজমুল হক এ বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছি, তবে রোগীর স্বজনরা লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই সব ঘটনা খুবই দুঃখজনক। তাদের জন্য আমাদের হাসপাতালের দুর্নাম হচ্ছে।

এএইচ/এমএমএ/

Header Ad
Header Ad

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল

ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, গত ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসি'কে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২৪ জুন ২০০৯ তারিখ হতে ভূতাপেক্ষভাবে 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ জুন ২০০৯ তারিখ হতে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমী, পিএসসি'কে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ 'অকালীন (বাধ্যতামূলক) অবসর' প্রদান করা হয়েছে।

একই সাথে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২৩ জুন ২০০৯ তারিখে জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিন সন্ধান মেলে সাবেক এই সেনা কর্মকর্তার। আর ২০১৬ সালের ২৩ আগস্ট নিখোঁজ হন তিনি। ছিলেন আয়নাঘরে। সুক্তির পর সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারে আইনি লড়াই চালাবেন বলে জানিয়েছিলেন।

সেনাবাহিনীতে মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন আবদুল্লাহিল আমান আযমী। কর্মজীবনে তিনি বিভিন্ন পদক ও পুরস্কারে ভূষিত হন।

Header Ad
Header Ad

মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় মাওলানা ড.মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মাহফিলের মাঠ।

সকাল ৯টা থেকে দেশের খ্যাতনামা ইসলামী স্কলারগণ বয়ান করছেন। সকাল থেকে বয়ান করেছেন দেশের খ্যাতনামা ইসলামী স্কলার শায়খ মুফতি কাজী ইব্রাহীম, শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, এবং জুমার নামাজের খুতবা দিচ্ছেন মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমার পরে দেশের খ্যাতনামা আরো দেশবরেণ্য ইসলামী স্কলারগণ বয়ান করবেন। ইতিমধ্যেই মাহফিলের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে মাওলানা মিজানুর রহমান আজহারী ঢাকা থেকে রওনা দিয়েছেন। দুপুর ১টা ৫০ মিনিটে তাকে বরণকারী হেলিকপ্টার পেকুয়ায় অবতরণ করবে। তিনি রাত ৮টার দিকে তাফসীর করবেন বলে জানা গেছে।

মাহফিলের দেশের বিভিন্নস্থান থেকে মানুষ ছুটে আসছে। আগতরা বলছেন দীর্ঘদিন পর মাওলানা মিজানুর রহমানের আসার খবরে তারা ছুটে এসেছেন। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ এখনো আসছে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক নেয়ামত উল্লাহ নিজামী বলেছেন মানুষের ঢল নেমেছে এই মাহফিলের ১০ লক্ষ মানুষের সমাগম হবে।।

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডব্লিউএইচও প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। ছবি: সংগৃহীত

ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাক্রমে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার দলের একজন ক্রু সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সানা বিমানবন্দরে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলার সময় ডব্লিউএইচও প্রধান উড়োজাহাজে ওঠার অপেক্ষায় ছিলেন। হামলার ফলে বিমানবন্দরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তেদরস আধানম গেব্রেয়াসুস নিজেই জানান, “ইসরায়েলের এই হামলায় আমাদের দলের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরা নিরাপদে রয়েছেন। তবে এই হামলার কারণে আমাদের যাত্রায় বিলম্ব হয়েছে। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।”

ঘটনার বিস্তারিত উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা সানায় আমাদের কাজ শেষ করে উড়োজাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই বিমানবন্দরে হামলা হয়। এতে উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে এবং বিমানবন্দরের অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। একদিন আগে হুতিদের পক্ষ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। তার জবাবেই ইসরায়েল পাল্টা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং নতুন করে উত্তেজনার শঙ্কা তৈরি হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল
মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান
ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডব্লিউএইচও প্রধান
থাইল্যান্ডে নিখোঁজ হওয়া বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে  
হাসিনার দোসররা সচিবালয়ে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড করেছে: শাকিল উজ্জামান
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত: ড. মুহাম্মদ ইউনূস  
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নাই
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫  
পাঁচ সাংবাদিক বরখাস্তের জন্য সরকার দায়ী নয়: প্রেস সচিব শফিকুল আলম
জাহাজে ছেলে খুন, পুত্রশোকে বাবার মৃত্যু
ক্রীড়া উপদেষ্টা আপাতত ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস করবেন
সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস
পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী  
গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০
ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ থেকে
দাঁড়িয়ে থাকা করমিনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
জাহাজে ৭ খুন: অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকেরা  
জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত: আইএসপিআর
৯৯৯ থেকে কল এলে সাবধান!