রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ম্য, হাসপাতালের ভেতরে পার্কিং!
সকাল সাড়ে ১০টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফটক দিয়ে ভেতরে ঢুকতেই দেখা গেল সারি সারি মোটরসাইকেল পার্কিং করা। জানা গেল মোটরসাইকেলগুলো বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের।
জানা যায়, মোটরসাইকেল পার্কিংয়ের এই জায়গাও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়েছেন ঠিকাদার রাজু আহমেদ। আগের পরিচালকের সময় তিনি পার্কিংয়ের এই জায়গা লিজ নেন।
সংশ্লিষ্টরা জানান, পার্কিংয়ের জন্য মোটরসাইকেল প্রতি ২০ টাকা নেওয়া হয়। এ ছাড়া, গেটের বাইরে যেসব সিএনজি অটো-রিকশা যাত্রীদের জন্য অপেক্ষা করে তাদের কাছ থেকেও ১০ টাকা করে নেওয়া হয়।
হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষই নিয়ম করেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারের সঙ্গে দেখা করতে পারবেন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। অথচ সকাল থেকেই হাসপাতালে ভিড় করেন তারা। ডাক্তার ভিজিট করার সময়সীমাও মানছেন না ওষুধ কোম্পানির এসব প্রতিনিধিরা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা বহির্বিভাগে ডাক্তারের কক্ষগুলোর সামনে জটলা করে আছেন। রোগী বের হলেই হুমড়ি খেয়ে এসব রিপ্রেজেন্টেটিভরা রোগীর প্রেসক্রিপশন কেড়ে নিচ্ছেন ছবি তোলার জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমরা চাকরি করি। কোম্পানি আমাদের যেভাবে বলে চাকরি বাঁচাতে সেভাবেই চলতে হয় আমাদের। কিছু করার থাকে না।’
বেশ কয়েকজন রিপ্রেজেন্টেটিভকে ডাক্তারের সঙ্গেও কথা বলতে দেখা গেল। অথবা রুমের সামনে রোগীদের জটলা। ছবি তুলতে গেলে কর্তব্যরত আনসার সদস্য বাধা দিয়ে বলেন, ‘ছবি নিতে গেলে হাসপাতালের পরিচালকের অনুমতি লাগবে।’
এসব নিয়ে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেলের সঙ্গে কথা বলতে গেলে তার দপ্তর থেকে জানানো হয়, তিনি অফিসের বাইরে কাজে গেছেন। তাই এখন কথা বলা সম্ভব না।
তবে সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমাদের হাসপাতালে আগের চেয়ে সেবার মান উন্নত হয়েছে। পরিচালক স্যারের সঙ্গে যোগাযোগ করে কথা বলেন। এ বিষয়ে আমি বলতে পারব না ‘
অন্যদিকে, হাসপাতালের ভেতরে পার্কিংয়ের জায়গা লিজ নেওয়া প্রসঙ্গে ঠিকাদার রাজু আহমেদ ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘নিয়ম মেনেই আমরা পার্কিংয়ের জায়গা বরাদ্দ নিয়েছি। আগের পরিচালকের সময় আমরা পার্কিংয়ের জায়গা লিজ নিয়েছি।’
আরইউ/এমএমএ/