বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

করোনাকালীন সময়ে শিশুর মানসকি স্বাস্থ্যের যত্ন

জানুয়ারি ২০২০-এ করোনার প্রাদুর্ভাব হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা করে র্মাচ ২০২০। "করোনা" এমন একটি নতুন নাম যার সঙ্গে আমরা জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে পরিচিত হয়েছি। আমরা সকলেই হয়তো বুঝতে পারছি না, কিভাবে মোকাবেলা করব এই কঠিন পরিস্থিতির সঙ্গে । শিশু থেকে বৃদ্ধ সকল বয়সি মানুষই এই পরিস্থিতিরি সঙ্গে মোকাবেলা করছি । যার প্রভাব পড়ছে আমাদের শারীরিক ও মানসকি স্বাস্থ্যের ওপর। পরিবর্তন ঘটছে আমাদের জীবনযাত্রায়। বড়রা নিজেদের পরিবর্তনগুলি বুঝতে পারলেও শিশুরা খাপ খাওয়াতে পারছে না। ফলে সববয়সী মানুষকেই আতঙ্ক বা ভয় কিছুটা হলেও কাবু করছে। যারা আগে থেকেই মানসিকরোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এর মাত্রা অনেকগুণ বেড়ে গেছে।

শিশুদের মধ্যে প্রধানত দুশ্চিন্তা, বিষন্নতাসহ বিভিন্ন আচরণগত সমস্যা হয়। শিশুরা তাদের উদ্বেগ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা বড়দের মতো করে প্রকাশ করতে পারে না । ফলে সহজেই অস্থিরতা, রাগ, বিরক্তি, ভয় পাওয়া, ঘু্মের সমস্যা ইত্যাদি শিশুদের মাঝে দেখা যায়।

শিশুরা বড়দের পাশাপাশি টিভি/ ইন্টারনেট দেখেছে, কিন্তু তারা অনেক ইনফরমেশন বুঝতে পারে না। ফলে উদ্বেগ দেখা যাচ্ছে । তাই বাবা-মা অথবা পরিবারে অন্যবয়স্ক মানুষরা যদি বয়স উপযোগী এবং সহায়ক মনোভাব নিয়ে বিষয়গুলি আলোচনা করে থাকে তাহলে তাদের বুঝতে সহজ হবে এবং উদ্বেগের মাত্রা অনেক কমে যাবে।
তাছাড়া পরিবারে বা আশপোশে কেউ করোনা আক্রান্ত হলে শিশুরা অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছে। শিশুদের মধ্যে অনিরাপত্তা ও অনিশ্চয়তা দেখা দিচ্ছে । তারা তাদের প্রায় মানুষদের নিয়ে আতঙ্ক অনুভব করছে এবং সঠিকভাবে তাদের অনুভূতিগুলি প্রকাশ করতে পারছে না। উদাহরণস্বরূপ- আমার একটি কস্টের হিস্ট্রি আছে। দেখা যায় যে, একজন মা তার সাত বছর বয়সি শিশুর উদ্বেগ, ঘুমের সমস্যা এবং প্রচণ্ড শ্বাসকষ্টের জন্য আমার শরণাপন্ন হন। হিস্ট্রি নিয়ে দেখা গেল শিশুটির দাদি মারা গেছে শ্বাসকষ্টে ভুগে তাই শিশুটি ভয় পাচ্ছে। তার মনে ভয় সেও একই কারণে মারা যায়।
শিশুটির অভিভাবক সঠিক সময়ে সাহায্যের জন্য নিয়ে আসাতে ওর সময়মত চিকিৎসা হয়। এই রকম অনেক শিশু বিভিন্ন সমস্যায় ভুগছে । বাবা–মা জিরো যেহেতু অনেক স্ট্রেসে আছেন,তারা হয়ত বাচ্চাকে যথেষ্ট মনযোগ দিতে পারছেন না।
ইউনিসেফ এবং হু এর ভাষ্যমতে শিশুদের কোভিড-১৯ সংক্ষিপ্ত নির্দেশিকা র্পযালোচনা করে দেখা যায় -
১। শিশুকে খোলাখুলি প্রশ্ন করে জানুন সে কোভিড-১৯ সর্ম্পকে কতটুকু জানে।
২। সৎ থাকুন-বিষয়টি শিশু বান্ধব উপায়ে ব্যাখ্যা করুন। তাদের প্রতিক্রিয়িা খেয়াল করুন এবং উদ্বেগের মাত্রা বোঝার চেষ্টা করুন এবং তাদের প্রতি সংবদেনশীল হোন। কোন কিছু বানিয়ে বলবে না। তাদের জানান মিডিয়ার সব তথ্য সঠিক নয়। বিশেষজ্ঞদের মতামত জানা প্রয়োজন ।
৩। ছেলেমেয়েরা কিভাবে নিজেদের এবং তাদের বন্ধুদের রক্ষা করতে পারে তা দেখিয়ে দেন। হাত ধোয়া, হাঁচি কাশির সময় কিভাবে কনুই দিয়ে নাক মুখ ঢাকতে হবে তা দেখিয়ে দিন। সামাজিক দুরত্ব বজায় রাখা, যাদের উপর্সগ আছে তাদের কাছে না যাওয়া এবং জর, কাঁশি, শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে জানাতে বলুন।
৪। আস্বস্ত করুন ।
টিভি অনলাইনে মন খারাপ করা ছবি দেখে বাচ্চারা খুব ভয় পায়, তখন, বাচ্চাকে নিয়ে খেলাধুলা করে শান্ত করার চেষ্টা করুন। বলুন তাকে সুস্থ রাখার জন্যে বড়রা কাজ করছে।
শিশুকে বোঝান সে অসুস্থ হলে তাকে ঘরে বা হাসপাতালে থাকতে হবে। নিজের এবং অন্যদের ভালোর জন্যে, যদিও তা বোরিং।
৫। দেখুন শিশুরা কোন স্টগমার শিকার হচ্ছে কিনা ।
শিশুকে জানান যে কোভিড-১৯ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কারো হতে পারে। যে বুলি অথবা কোন হুমকির শিকার হলে সে যেন অভিভাবক কে জানায়।
৬। সাহায্যকারীদের নিজের দিকে নজর দিন। সম্মুখযোদ্ধাদের কথা শিশুদের বলুন, সহৃদয় লোকজন পাশে আছে জানলে সে স্বস্তি পাবে।
৭। নিজের প্রতি যত্নশীল হোন।
বাচ্চারা বড়দের ব্যবহার খেয়াল করে, তাই নিজেদের মানসকি স্বাস্থ্যর যত্ন নিন। কোন সংবাদে নিজের উৎকণ্ঠা হলে কারও সঙ্গে শেয়ার করুন, সময় নিন। বাচ্চাকে বুঝতে দিন আপনি ঠিক আছেন। ।
৮। সতর্কতার সাথে আলোচনা শেষ করুন।
আলোচনা শেষ করার সময় বাচ্চার উদ্বেগের মাত্রা বোঝার চেষ্টা করুন। বাচ্চার শরীরি ভাষা, কথা বলার ধরন এবং শ্বাস-প্রশ্বাস এর স্বাভাবিকতা দেখা।
শিশুর মানসিক চাপ কমাতে যা করা উচিত।
-শিশুকে যথেস্ট সময় দিন। শিশুর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তার মনোভাব প্রকাশ করার সুযোগ দিন। শিশুর বয়স অনুযায়ী গল্প, ছবি অংক বা খেলার মাধ্যমে হতে পারে ।
-শিশুকে বাবা-মা এবং ফ্যামলিরি সদস্যদের কাছাকাছি রাখুন।
-পরিবারে নিয়মিত রুটিন বজায় রাখুন, কিন্তু বর্তমান সময়ে কিছুটা শিথিলতার সাথে পড়াশোনার রুটিন করা, বয়স উপযোগী বাসার কাজে সাহায্য করা, খেলাধুলা করা, সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা।
-উদ্বিগ্ন শিশুরা বাবা মায়ের কাছে ঘেঁষে থাকতে চায় এবং বেশি আবদার করে। বাবা-মা অনেক যত্ন সহকারে বাচ্চার কথাটি শোনে এবং বাচ্চার জায়গা থেকে বিষয়টি চিন্তা করে তাকে বুঝিয়ে দেয়।
বাচ্চার অভিভাবকদের প্রতি যে বিষয়গুলি নজর রাখতে বলছে তারা যেন তাদের বাচ্চাদের মানসকি স্বাস্ব্যের প্রতি আরও সর্তক ও যত্নশীল হয় এবং বাচ্চাদের ব্যবহার প্রতি জনে একটু নজর আরোপ করা। যে কারণে বাচ্চারা তাদের ব্যবহারের মধ্যে দিয়ে তাদের সমস্যাগুলি প্রকাশ করে থাকে।
সবশেষে বলা যায় বাচ্চা যদি মানসিকভাবে অসুস্থ হয়ে যায়,তাহলে দয়া করে অনলাইনে বা সরাসরি চিকিৎসকের সাহায্য নিন। আমরা যদি মানসকিভাবে ভাল থাকি তাহলে সকল শারীরিক প্রতিকূলতা মোকাবেলা করতে সক্ষম হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের যত্ন নিন।

লেখক: শিশু ও মনোরোগ বিশেষজ্ঞ

Header Ad
Header Ad

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড। ছবি: সংগৃহীত

বগুড়ার জলেশ্বরীতলায় ‘লাইফ ওকে’ নামের এক পোশাক বিক্রির শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ৫০ টাকায় মিলবে টি-শার্ট এমন ঘোষণায় হুলস্থুল কান্ড ঘটেছে।

ছাড়ের খবরে আজ বুধবার সকালে শো-রুমটির সামনে এতো সংখ্যক মানুষ জড়ো হন যে, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। এছাড়াও শো-রুমটির বিক্রেতাদের মারপিটের শিকার হয়েছেন সস্তার ক্রেতারা।

জানা গেছে, চট্টগ্রামের প্রতিষ্ঠান ‘লাইফ ওকে’ বগুড়ায় প্রথমবারের মতো তাদের আউটলেট খুলতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজে ঘোষণা দেয় ‘মাত্র ৫০ টাকায় টি-শার্ট, এক থেকে দেড়শ’ টাকার মধ্যে মিলবে শার্ট এবং আড়ইশ’ টাকায় পাওয়া যাবে এক্সপোর্ট ইউএসপোলো সোয়েটার।

এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।। ছবি: সংগৃহীত

এমন ঘোষণায় আজ সকাল থেকে অগণিত নারী-পুরুষ শো-রুমটির সামনে ভিড় করেন। জনসমাগম এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যে, পুরো জলেশ্বরীতলা এলাকা স্তব্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় রাস্তার যান চলাচল, লোকজনের চাপে আশেপাশের দোকানপাটও বন্ধ করতে বাধ্য হন ব্যবসায়ীরা, দেখা দেয় নিরাপত্তার শঙ্কা। এমন পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।

সেনাবাহিনী আগত লোকজনকে রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করেন, এতে কাজ না হলে লাঠি চার্জ শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই দফা লাঠি চার্জের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে শো-রুমটি খুলে দেওয়া হয়। এর পরপরই আবারও লোকজন হুমড়ি খেয়ে পড়েন। এতে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।

এমন পরিস্থিতিতে শো-রুমটির বিক্রেতারা ক্রেতাদের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করেন। পড়ে সেনাবাহিনীর উপস্থিতিতে দ্রুত শো-রুমটি বন্ধ করে ভেতরে থাকা ক্রেতাদের বের করে দিয়ে আগামী সাতদিনের জন্য শো-রুমটি বন্ধ করে দেওয়া হয়।

 

Header Ad
Header Ad

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা ভারত সীমান্তের ৪৪/১-এস পিলার এলাকা থেকে সিরাজুল ইসলামকে ধরে নেওয়া হয়। সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন বিএসএফের বিরুদ্ধে তাঁর স্বামীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

সিরাজুলের পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। রাত ৩টার দিকে আদাতলা সীমান্তের ৪৪/১-এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাঁদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে আসতে সক্ষম হলেও সিরাজুল বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে বুধবর (৫ ফেব্রুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ান ১৬ এর অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ্য থাকায় সংশ্লিষ্ট আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

কিন্তু আদাতলা বিওপি ক্যাম্প কমান্ডারের সরকারি নাম্বারে একাধিকবার কল দিলেও কল রিসিফ না হওয়ায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

তবে বিএসএফের হাতে আটক সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা বলেন, সিরাজুল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কোথায় যাচ্ছে তা বাড়িতে বলে যায়নি। রাত ৪টার দিকে তাঁর স্বামীর সাথে ভারতে গিয়েছিলো দাবি করে এলাকার কিছু ব্যাক্তি তাঁকে বলেন, সিরাজুলকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

Header Ad
Header Ad

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক মামলাটি গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আজ পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়।

পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে গিয়ে হুলস্থুল কান্ড, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মোহাম্মদপুরে বিড়াল হত্যার অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ
চুয়াডাঙ্গায় সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার
আজ বন্ধুর সাথে গোসল করার দিন
২ আলাদা বিভাগসহ দেশকে ৪ প্রদেশে ভাগ করার সুপারিশ
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস
হাসিনার লাইভ প্রচারের আগেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ উধাও
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর
গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালকসহ নিহত ৩
নতুন রাজনৈতিক দল গঠনে জনগনের মতামত চাইলো হাসনাত  
এই ফটো তোলোস কেন? আদালত চত্বরে শাহজাহান ওমর  
মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত : প্রেস সচিব  
পটুয়াখালীতে বাংলাভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম  
উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন