মেডপার্ক হাসপাতালের সেমিনার অনুষ্ঠিত
মেডপার্ক হাসপাতাল, ব্যাংকক, থাইল্যান্ড শনিবার (১০ সেপ্টেম্বর) তারিখে ডোরিন হোটেল, গুলশান, ঢাকায় একটি স্বাস্থ্য ও চিকিৎসা সেমিনার,পরিচিতি অনুষ্ঠান এবং চিকিৎসা প্রচারণার আয়োজন করেছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস মাকাওয়াদি সুমিতমোর। তিনি স্বাস্থ্য খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রবিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
মেডপার্ক হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মাইয়াধজ স্যামসেন, এমডি, বাংলাদেশর রোগীকে থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা সেবাসহ আন্তর্জাতিক চিকিৎসার সম্ভাব্য সম্ভাবনা অনুভব করার জন্য আমন্ত্রণ জানান এবং দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন।
আগামী দিনে উভয় দেশের উন্নয়নের জন্য জ্ঞান স্বাস্থ্য ও চিকিৎসা ও প্রযুক্তি বিনিময়ে আগ্রহ দেখান
সেমিনারে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. চাদ ওয়ানিশাওয়াদ, কার্ডিওলজিস্ট, এবং ডা. সিরিপং রতনচাই, মেডপার্ক হাসপাতাল, ব্যাংককের অর্থোপেডিক। ডা. সিরিপং থাইল্যান্ডের সেরা অর্থোপেডিক এবং বিশ্বের শীর্ষ পাঁচজন র্যাঙ্কিং চিকিৎসকের একজন। উপরে, দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক একই স্থানে তিন ঘণ্টা সেমিনারের পর বাংলাদেশি রোগীদের জন্য বিনামূল্যে পরামর্শ সেবা প্রদান করেন।
উল্লেখ্য, মেডপার্ক হাসপাতাল বাংলাদেশি রোগীসহ এই অঞ্চলে আধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে থাইল্যান্ডের অত্যাধুনিক বিশ্বমানের চিকিৎসা সরঞ্জামসহ অভিজ্ঞ চিকিৎসকদের একত্রিত করেছে। বাংলাদেশি রোগীদের জন্যও তারা উন্নত ও দ্রুত সেবার জন্য ঢাকায় একটি রেফারেল অফিস খুলেছে। ঢাকা অফিসের যোগাযোগ নম্বর হলো +৮৮০১৩২৩৫৮১৩০। মেডপার্ক হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত যেকোনো তথ্য এবং হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট এবং অন্যান্য তথ্যের জন্য তারা সকল বাংলাদেশি রোগীদের ঢাকায় তাদের রেফারেল অফিসে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানায়।
এমএমএ/