ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি. ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন জেল রোডে অবস্থিত সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি. ব্রাহ্মণবাড়িয়া শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি. এর ব্রাহ্মণবাড়িয়া শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। সোমবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লি. ব্রাহ্মণবাড়িয়ার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার জনসাধারণ আস্থাশীল চিকিৎসাসেবা কেন্দ্রের আশা করে। এ রকম একটি চিকিৎসাসেবা কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর মানসম্মত চিকিৎসা সুনিশ্চিত হবে বলে আমি মনে করছি।’
চিকিৎসাসেবার পরিধি বাড়ানোয় তিনি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসা করে শুভ কামনা জানান।
অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
তিনি বলেন, ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘদিন সুনামের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। এরই সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস ব্রাহ্মণবাড়িয়ার জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে এবং উন্নত স্বাস্থসেবা নিশ্চিত করবে বলে আমি মনে করি।
তিনি আরও বলেন, ‘অননুমোদিত হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে আবারও অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। অননুমোদিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক বন্ধে অ্যাকশনে যাচ্ছি আমরা। যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন আছে, কিন্তু তারা
পরিচালনার সব শর্ত মানছে না; যারা নিয়ম মেনে লাইসেন্স রিনিউ বা নতুন লাইসেন্স নেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই অভিযান চালানো হবে।’
যারা নিবন্ধনের জন্য আবেদন করেননি বা যারা আবেদন করেও নিবন্ধন পাননি, তারা হাসপাতাল-ক্লিনিক খোলা রাখতে পারবেন না। এ ছাড়া, অনিবন্ধিত প্রতিষ্ঠানে
নিবন্ধিত কোনো চিকিৎসক কাজ করতে পারবেন না। করলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
তিনি বলেন, এই এলাকার মানুষ আমাদের অনেক আপন। তাদের কথা বিবেচনা করে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসের সেবা চালুকরা হয়েছে রোগ নির্ণয়ের সকল আধুনিক প্রযুক্তি নিয়ে। আমরা প্রায় ১৮ বছর ধরে স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছি। তারই ধারায় জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি এর সভাপতিত্বেঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহগীর আলম, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া, মোহাম্মদ আনিসুর রহমান, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া, ডা. ফখরুজ্জামান ভূঁইয়া, সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), ব্রাহ্মণবাড়িয়া, ডা. মো. আবুসাঈদ, সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), ব্রাহ্মণবাড়িয়া এবং জনাব রিয়াজ উদ্দিন জামি, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব।
অতিথি হিসেবে ছিলেন অঞ্জন মল্লিক, এফসিএ, পরিচালক, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং তানজিল আহমেদ, দপ্তর সম্পাদক-জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া ও ভাইস প্রেসিডেন্ট- ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতি।
অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী, ব্রাহ্মণবাড়িয়ার সকলস্তরের শতাধিক চিকিৎসকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আকর্ষণীয় র্যাফেল ড্রঅনুষ্ঠিত হয়। আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে উপহার সামগ্রী প্রদান করা হয় এবং আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী এবং দেশ রূপান্তর এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মনির হোসেন।
এমএমএ/