চুয়েটে ‘নগরাঞ্চলের নিম্ম আয়ের মানুষের জন্য স্যানিটেশন’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’-এ দুই দিনের ‘নগরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের জন্য স্যানিটেশন’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
‘পুরকৌশল বিভাগ’র আয়োজনে ও ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক (আইটিএন), বুয়েট’র ‘সেন্টার ফর ওয়াটার সাপ্লাই অ্যান্ড ওয়াস্ট ম্যানেজমেন্ট’র সহযোগিতায় সেমিনারটি করেছে ‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দি আরবান পুওর (ডব্লুএসইউপি)’ নামের এনজিও।
গতকাল ২৯শে আগস্ট, সোমবার, ২০২২, বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের সেমিনার কক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়েছে।
সভাপতিত্ব করেছেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক।
দুই দিনের সেমিনারে পুরকৌশল বিভাগের প্রথম থেকে মাস্টাসের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
‘ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দি আরবান পুওর (ডব্লুএসইউপি)’র স্যানিটেশন কার্যক্রমের প্রধান হাবিবুর রহমান প্রধান প্রশিক্ষক ছিলেন।
আরেকজন প্রশিক্ষক ছিলেন আইটিএন-বুয়েটের সহকারী পরিচালক গবেষণা মো. আজিজুর রহমান।
সঞ্চালনা করেছেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম।
চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষকরা টেকসই টয়লেট নির্মাণ, সহজে নির্মাণের নানা কৌশল, ব্যবস্থাপনা ইত্যাদি শিখিয়েছেন।
ছবি : ১. চুয়েটের শেখ রাসেল হল ও ২. প্রশিক্ষণ কমশালায় অংশগ্রহণকারীরা সার্টিফিকেট নিচ্ছেন।
লেখা : চুয়েট জনসংযোগ অফিস।
ওএফএস।