দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী
দেশে বর্তমানে নরমাল ডেলিভারির হার সবচাইতে বেশি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বর্তমানে দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ এবং সিজারিয়ান ডেলিভারীর হার ৩১ শতাংশ।’
সোমবার (২৯ আগস্ট) বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ‘নরমাল ডেলিভারির হার বৃদ্ধি ও সিজারিয়ান সেকশন হ্রাসকল্পে প্রমশন অব নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি, প্রিভেনশন অব আননেসেসারি সিজারিয়ান সেকশন অ্যান্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট নেসিসিটি অ্যান্ড জাস্টিফিকেশন অব ক্রিয়েশন সেকশন শীর্ষক কর্মপরিকল্পনা বাস্তবায়নাধীন রয়েছে।
এই প্র্রকল্পের আওতায় গর্ভবর্তীদের নরমাল ডেলিভারির ইতিবাচক বিষয়ে আলোচনা এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের বিষয় সম্পর্কে গর্ভবতী মায়ের অবহিত করা হয়ে থাকে। গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব সেবা নিশ্চিতকল্পে বাড়িতে বাড়িতে সমাজের গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে মা সমাবেশ করা হচ্ছে।
সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাস প্রতিরোধকল্পে এ পর্যন্ত (২২ আগস্ট-২০২২) ৩২ কোটি ৩১ লাখ ৯ হাজার ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে। একই সময় পর্যন্ত ১২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ১০ লাখ ৬৭ হজার ৭৪০ জনকে দ্বিতীয় ডোজ এবং ৪ কোটি ২৭ হাজার ৬৯ হাজার ৭৭৭ জনকে তৃতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।’
এসএম/এমএমএ/