বিশ্বেজুড়ে করোনায় আরও ১৮৪০ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে আরও এক হাজার ৮৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় লাখ ৭৬ হাজার ৪০০ জন। এ ছাড়া ভাইরাসটি থেকে আরও সুস্থ হয়েছেন সাত লাখ ২০ হাজার ১১৯ জন।
শনিবার (২৭ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ৬৪ লাখ ৮৫ হাজার ৩৫৫ জনে দাঁড়াল। আর শনাক্ত বেড়ে দাঁড়াল ৬০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৫৫ জনে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে এবং মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
জাপানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই লাখ ২৭ হাজার ১৩৯ জন এবং মারা গেছেন ৩১০ জন।
যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ৩১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৭৯৭ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে আরও মৃত্যু হয়েছে ১৩৬ জনের এবং শনাক্ত হয়েছে ১৮ হাজার ২৭০ জন। জার্মানি মৃত্যু ১০১ জন, নতুন আক্রান্ত ৩৩ হাজার ২২৬ জন, ইতালিতে মৃত্যু ৯৯ জন, নতুন আক্রান্ত ২১ হাজার ৯৯৫ জন এবং দক্ষিণ কোরিয়া নতুন আক্রান্ত এক লাখ এক হাজার ৬৪ জন ও মৃত্যু হয়েছে ৮১ জনের।
এ ছাড়া গত আড়াই বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫৭ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার ২৩৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আরএ/