চট্টগ্রামে হাসপাতালে একদিনে আরও ১৫৯ ডায়রিয়া রোগী

ফাইল ছবি
চট্টগ্রামের হাসপাতালে একদিনে আরও ১৫৯ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে জেলার ১৩টি উপজেলায় ৯৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫০ জন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে বিআইটিআইডি হাসপাতালে গত ৯ দিনে ভর্তি হয়েছেন ৩৬৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী। এরমধ্যে ৯৩ জনের নমুনা পরীক্ষায় কলেরার জীবাণু মিলেছে ৪২ জনের শরীরে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এরমধ্যে মীরসরাই ও ফটিকছড়িতে তিন জন করে, সীতাকুণ্ডে ১৪ জন, হাটহাজারী ও রাউজানে পাঁচ জন করে, রাঙ্গুনিয়ায় ১২ জন, বোয়ালখালীতে ছয় জন, আনোয়ারায় ১৫, পটিয়ায় ১৪, বাঁশখালীতে ৯, চন্দনাইশে ১১, সাতকানিয়ায় একজন ও লোহাগাড়ায় চার জন নতুন রোগী রয়েছে।
এদিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. নুরুল হক বলেন, হাসপাতালে আজ ৫০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের হাসপাতালের তৃতীয় তলায় ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
তিনি আরও জানান, ১৫ আগস্ট থেকে এ হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়তে থাকে। ২৩ আগস্ট পর্যন্ত ৯ দিনে ৩৬৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
টিটি/
