মার্শাল দ্বীপপুঞ্জে স্থানীয় পর্যায়ে করোনা সংক্রমণ, বন্ধ স্কুল

করোনা সংক্রমণে সর্বেশেষ দেশ মার্শাল দ্বীপপুঞ্জে এবার স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাসটির সংক্রমণ। ‘স্বাস্থ্য বিপর্যয়ের অবস্থা’ ঘোষণা করে, স্কুল বন্ধসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।
সোমবার (১৫ আগস্ট) প্রথমবার স্থানীয়ভাবে বিস্তার নিশ্চিত করে এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপপুঞ্জে গত শুক্রবার থেকে রাজধানী মাজরুতে সংক্রমণের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দ্বীপপুঞ্জটির জনসংখ্যার দশজনের মধ্যে একজন সংক্রমিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (১৪ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জ্যাক নিডেলথাল বলেন, দেশজুড়ে ৭৫ শতাংশ মানুষের কোভিড পরীক্ষার ফলাফল পজেটিজ এসেছে। মহামারির শুরুর দিকে করোনার সংক্রমণ ঠেকাতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে কঠোর বিধিনিষেধ আরোপে বেশ সাফল্য পেয়েছিল।
মার্শাল দ্বীপপুঞ্জে জনসংখ্যা ৫৯ হাজারের বেশি। ২০২০ সালের অক্টোবরে এখানে দুটি কেস শনাক্ত হয়। সেসময় যুক্তরাষ্ট্র থেকে সংক্রমণ নিয়ে কেউ এসেছিল এবং অন্যদের থেকে আলাদা করে রাখা হয় তাকে।
এবার এক সপ্তাহ আগেও দ্বীপপুঞ্জটিতে কোনো গোষ্ঠীর মধ্যে সংক্রমণ দেখা যায়নি। কেউ শনাক্ত হননি কোভিডে।
সোমবার নিডেনথাল জানিয়েছেন, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে সহায়তা আসবে বলে জানিয়েছেন তিনি।
টিটি/
