রামপালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ারের বিনামূল্যে স্বাস্থ্যসেবা

বিশেষ একটি হেলথ ক্যাম্প হলো বাগেরহাট জেলার রামপাল ইউনিয়ন পরিষদ অফিসে।
রাজনগরে আশপাশের গ্রামগুলোর মানুষের জন্য বিনামূল্যের এই প্রেসক্রিপশন ও ওষুধ বিতরণ কমসূচির আয়োজন করা হয়েছে।
উপলক্ষ্য, বঙ্গবন্ধুর স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ‘৯২তম জন্মদিন’ উদযাপন ও নারী-কিশোরী-মেয়ে শিশুদের স্বাস্থ্যসেবা দান।
আয়োজন করেছে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’।
কিংবদন্তী চক্ষু চিকিৎসক এবং সাবেক মন্ত্রী অধ্যাপক ড. সৈয়দ মোদাচ্ছের আলী এসেছিলেন প্রধান অতিথি হয়ে সমাপনীতে।
তিনি রামপালের শ্রীফলতলায় ‘আমাদের গ্রাম ডিজিটাল হেলথ সেন্টার’ পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছেন। গিয়েছেন রামপালের ঝনঝনিয়ার ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিসার্চ সেন্টার’-এও। সেখানে তিনি তাদের নিমাণ কাজের উদ্বোধন করেছেন।
আরো ছিলেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার রিয়াজুল করিম, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, গোপালগঞ্জের পরিচালক অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতানা পারভীন, রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজিবুল আলম, রামপাল উপজেলার স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, রামপাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ বজলুর রহমান ও আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম।
তারা বিশেষ আলোচনা সভা করেছেন।
আমাদের গ্রামের চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মীরা অংশ নিয়েছেন এই আয়োজনে।
তাদের মাধ্যমে মোট প্রায় ২শ গ্রামবাসীকে একদিনে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
তারা রাজানগর, বুজনুনিয়া, খালেকারবেড়, বড় দুগাপুর, গড়ের ডাঙ্গা ও কালিকা প্রসাদ গ্রামের মানুষ। দিনটি ছিল ৮ আগষ্ট।
খালেকারবেড় উচ্চ বিদালয়ের প্রায় ১৫০ জন ছাত্র, ছাত্রীর রক্ত পরীক্ষা করে তাদের ব্লাড গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে।
বয়স্ক, পুরুষ, শিশু, কিশোর, কিশোররা-সবাই-ই এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা লাভ করেছেন।
তাদের নানা ধরণের জটিল রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের চিকিৎসা দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মাধ্যমে।
নানা রোগের পরীক্ষা করেও চিকিৎসা প্রদান করা হয়েছে।
হৃদরোগ নির্ণয় কার্যক্রম ছিল।
ওএফএস।
