বিশ্বে করোনায় আরও ১৫৮৪ মৃত্যু, শনাক্ত ৮ লক্ষাধিক
একদিনের ব্যবধানে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েছে মৃত্যু। সেই সঙ্গে বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৫৮৪ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৮ লাখ ১৫ হাজার ৭২১ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৬০০ ও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় পৌনে চার লাখ।
বুধবার (২০ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ সব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ লাখ ৯১ হাজার ৩৪৬ জনে। আর মহামারি শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। অন্যদিকে দৈনিক সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও স্পেন।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৪ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ১৪৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৩১ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৫০ হাজার ৯৭৯ জনের মৃত্যু হয়েছে।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭৮ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮ হাজার ২২৫ জন। অপরদিকে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং ছয় লাখ ৭৫ হাজার ৯২৯ জন মারা গেছেন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ২৯৯ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ১৫ লাখ ২৯ হাজার ৭২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৯ হাজার ৬৮৩ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৫৩৭ জন এবং মারা গেছেন ১২ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ২০ হাজার ৬৮৩ জন এবং মারা গেছেন ১৭৬ জন। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন ১৯ জন। তাইওয়ানে মারা গেছেন ৩৭ জন এবং নতুন করে ভাইরাসে শনাক্ত হয়েছেন ২৭ হাজার ১৪৬ জন। ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৭৭ জন এবং মারা গেছেন ১৯ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ২০০ জন। নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৬২ জন এবং মারা গেছেন ১৯ জন। অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৭৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আরএ/