বুস্টার ডোজে আশানুরূপ সাড়া মেলেনি
ফাইল ছবি
কোভিড-১৯ এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদানের বিশেষ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেলেও বুস্টার ডোজের ক্ষেত্রে সেরকম সাড়া মেলেনি।
মঙ্গলবার (১৯ জুলাই) দেশব্যাপী একদিনে ৭৫ লাখ ডোজ টিকাদান কর্মসূচির কার্যক্রমের আওতায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার টিকাদান কেন্দ্রে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। কিন্তু হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলোতে তেমন ভিড় ছিল না।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম দিন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হলে বিশেষ এই টিকাদান কর্মসূচির সময় আরও বাড়ানো হবে।
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও টিকাকেন্দ্র ঘুরে কোথাও মানুষের ভিড় দেখা যায়নি। যেমনটা দেখা গিয়েছিল প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে। বেশিরভাগ মানুষই কেন্দ্রে আসেননি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের বলেন, বুস্টার ডোজে মানুষের ‘আগ্রহ কম’। তাই এখন পর্যন্ত ১৭ শতাংশ মানুষকে বুস্টার ডোজ দেওয়া গেছে।
তিনি জানান, সামনে করোনাভাইরাসের যেকোনো ঢেউ মোকাবিলায় আরও বেশি মানুষকে বুস্টার ডোজ দিতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বুস্টারের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হচ্ছে। একদিনে ৭৫ লাখ মানুষকে টিকা দিতে না পারলে এই ক্যাম্পেইন আগামী আরও দুই-একদিন চলবে।
এদিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মহাখালীর রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে, করোনাভাইরাসের বুস্টার ডোজের টিকা নিতে কোথাও কোনো ভিড় নেই। মানুষের মধ্যে খুব একটা আগ্রহও নেই।
সারাদেশে কত লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক ঢাকাপ্রকাশ-কে বলেন, সারাদেশ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাত ১১টার দিকে জানা যাবে কতগুলো বুস্টার ডোজ দেওয়া গেল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সোমবার (১৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে সারাদেশে একদিনে ৭৫ লাখ ডোজ টিকা দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত রবিবার পর্যন্ত দেশে মোট ১২ কোটি ৯৪ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ করোনভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১১ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার। আর বুস্টার ডোজ পেয়েছেন ৩ কোটি ৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। বুস্টার ডোজে মানুষকে আগ্রহী করতে স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার সারাদেশে একদিনে ৭৫ লাখ টিকা দেওয়ার ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করে।
এনএইচবি/এসজি/