বিশ্বে করোনায় আরও ১০২৬ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০২৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে চার লাখ ৭৬ হাজার ৩২৫ জন শনাক্ত হয়েছেন । এ ছাড়া একদিনে সুস্থ হয়েছেন আট লাখ ৯১ হাজার ৫৬২ জন।
মঙ্গলবার (১৯ জুলাই)সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩ লাখ ৮৯ হাজার ৩৪৯ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৫৬ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৮৭৬ জন। এ ছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৯১ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী মারা গেছেন ফ্রান্সে, ১৭৪ জন। শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৩৩ জন। এই সময়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে, এক লাখ তিন হাজার ৬০২ জন। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৮ হাজার ১৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৪০৯ জন। দেশটিতে মোট মৃত্যু ১০ লাখ ৪৯ হাজার ২৭৪ জন এবং সুস্থ হয়েছেন আট কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৫৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ১৪৩ জন, ইতালিতে ১১২ জন, রাশিয়ায় ৩৫ জন, অস্ট্রেলিয়ায় ৩০ জন, চিলিতে ৪০ জন ও তাইওয়ানে ৪৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
আরএ/