দেশে ২ কোটি ৭৮ লাখ ডোজ কোভিড টিকা মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
দেশে ৫ ধরনের ২ কোটি ৭৮ লাখ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (১৮ জুলাই) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে টিকা কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশের জনগণকে কোভিড-১৯ টিকা দেওয়ায় বদ্ধ পরিকর। এরই মধ্যে দেশের ৭৬ দশমিক ০৫ শতাংশ মানুষকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ, ৭০ দশমিক ৩ শতাংশ মানুষকে দ্বিতীয় ডোজ ও ১৭ দশমিক ৯ শতাংশ মানুষকে বুস্টার (তৃতীয়) ডোজ দেওয়া হয়েছে।
তিনি বলেন, আপনাদের সবাইকে জানাতে চাই, দেশে বর্তমানে ৫ ধরনের (অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, সিনোভ্যাক এবং জনসন ও জনসন) ২ কোটি ৭৮ লাখ ডোজ কোভিড-১৯ টিকা মজুত রয়েছে।
একদিনে ৭৫ লাখ মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যে সরকার মঙ্গলবার (১৯ জুলাই) থেকে 'কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন' আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ক্যাম্পেইনের জন্য দেশজুড়ে প্রায় ৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, এই ক্যাম্পেইন চলাকালে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাগুলোর ওয়ার্ড পর্যায়েও কোভিড-১৯ টিকা দেওয়া হবে।
জাহিদ মালেক আরও বলেন, ক্যাম্পেইনে একসঙ্গে প্রায় ৩৩ হাজার ২৪৬ জন টিকাদানকর্মী এবং ৪৯ হাজার ৮৬৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পার হয়ে গেছে এমন ১৮ বা তার বেশি বয়সীদের বুস্টার ডোজ এবং প্রথম ডোজ নেওয়ার পরও যারা দ্বিতীয় ডোজ নেননি এমন ১৮ বছর বা তার বেশি বয়সীরা দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
এসজি/