করোনায় আরও ৭ জনের মৃত্যু
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন মারা গেছেন। একই সময়ে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৭২ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২৪১ জনে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনের।
সোমবার (১৮ জুলাই) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। আর ১০ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭ জনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন, চট্টগ্রাম বিভাগের দুইজন, খুলনা বিভাগের দুইজন ও সিলেট বিভাগের একজন রয়েছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১০ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এসজি/