১১১৩১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১৩২৪, আরও ৬ মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৩২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবশেষ ২৯ জুন করোনায় মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৯৩ হাজার ৩৮২ জনে এবং মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২২৩ জন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৮৯ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৯ হাজার ১৬৬ জন। মৃতদের ৪ জন পুরুষ এবং ২ জন নারী। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৬৫২ জন এবং নারী ১০ হাজার ৫৭১ জন। মৃতরা ঢাকা ও ময়মনসিংহ বিভাগের এবং সবাই হাসপাতালে মারা গেছেন।
গত বছরের ৫ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬১টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৬২টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ১২৬টি। নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৩১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৩৬১টি।
/এএস