বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ৮ লক্ষাধিক
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে একদিনের ব্যবধানে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৬১৬ জন।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৬ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৩৪২ জন। এই ভাইরাসে মোট মারা গেছেন ৬৩ লাখ ৭৯ হাজার ১৫৯ জন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ফ্রান্সে। এই সময়ে দেশটিতে নতুন করে ১ লাখ ২৭ হাজার ৬৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন। ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৪১৪ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৯ জন ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে এ পর্যন্ত ৯ কোটি ৯ লাখ ৪ হাজার ৪২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৪ জনের মৃত্যু হয়েছে।
করোনায় আক্রান্তের দিক দিয়ে তৃতীয় ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয়তে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৫০১ জন ও মারা গেছেন ৩৮৮ জন। দেশটিতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ ৭৬ হাজার ৫৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই ভাইরাসে মোট মারা গেছেন ৬ লাখ ৭৪ হাজার ৫৫৪ জন।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১০ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০৬ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৯১১ জনের। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৯৬ জনের।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এসজি/