করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫২১
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। একই সময়ে ৩ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষায় ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে হয়েছে ১৩ দশমিক ১৮ শতাংশ।
ঈদের দিন হওয়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে কম। আগের দিন ৪ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করে ৮১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। ওই সময় দেশে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জনে। আর করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২০৩ জনের। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।
নতুন শনাক্ত ৫২১ জনের মধ্যে ৪১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ১৭ জেলায় জেলায় গত এ দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৪০ জেলায় কারও নমুনা পরীক্ষা করা হয়নি।
এদিকে ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। দুজনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, আর একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি।
এনএইচবি/এসজি/