সাতটি অত্যন্ত উন্নত চিকিৎসা প্রযুক্তি পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রাচ্যের কেমব্রিজ ও বাংলাদেশের অন্যতম সেরা এবং বৃহৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল, অধ্যাপক, কর্মকর্তা এবং কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা সেবা দানের জন্য সাতটি অত্যন্ত উন্নতমানের প্রাযুক্তিক চিকিৎসা সেবা যন্ত্র যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সেগুলো চালু হয়েছে ‘ইউনিট ১’ ও ‘ইউনিট ২’র চিকিৎসা কেন্দ্রে বলে উল্লেখ করেছেন তিনি। ৩ জুলাই রবিবার সকাল ১১টা থেকে কেন্দ্রগুলোতে এই চিকিৎসা উপকরণগুলো তার উদ্বোধনের পর সবার সেবা দেওয়ার জন্য কাজ শুরু করেছে।
ঢাকাপ্রকাশ ২৪.কমের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিনিধি আসিফ আহমেদ আরো জানিয়েছেন, ‘জিই ভল্যুশন পি ৮ আলট্রা-সাউন্ড মেশিন, অটোমেটেড বায়ো-কেমিস্ট্রি অ্যানালাইজার, সিসমেক্স এক্সএন-৩৫০ ফুললি অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজার, হিউমালাইজার-৩০০০, মাইক্রোওয়েভ ডাইথারমি (এমডব্লুব্লিউডি), ইউএসটি আল্ট্রা-সাউন্ড থেরাপি মেশিনসহ আরো একটি অত্যাধুনিক চিকিৎসা উপকরণ যন্ত্র আছে আমাদের।’
একদম নতুন, অত্যন্ত কার্যকর এই উপকরণগুলোর মাধ্যমে সবাই প্রায় সব ধরণের সেবা লাভ করবেন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সবাই তাদের প্রয়োজনীয় সেবাগুলো বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রগুলো থেকে পেতে পারেন, নিশ্চিত করতে এই উদ্যোগ।'
তিনি জানিয়েছেন, ‘আগে থেকে আমাদের চিকিৎসা কেন্দ্রে অনেক ধরণের রোগ নির্ণয় করা হত। তবে ম্যানুয়ালি। আমরা যে চিকিৎসা উপকরণগুলো আজ পেলাম, ফলে অটোমেটেড উপায়ে চিকিৎসা সেবাদান সম্ভব হবে। নতুন অনেক রোগও নির্ণয় করা যাবে।’
এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষা, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রশাসনিক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবায়দুর রহমান প্রামানিক, অধ্যাপক ড. আব্দুস সালাম, জনসংযোগ বিভাগের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে ও চিকিৎসা কেন্দ্রগুলোর প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমানসহ চিকিৎসকরা, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ওএস।