আমেরিকা থেকে রোগী চিকিৎসা নিতে বাংলাদেশে আসে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমেরিকা থেকেও আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসে। এমন অনেক রোগী আছে যারা ভালো চিকিৎসা না পেয়ে এখানে আসে চিকিৎসা নেওয়ার জন্য। এখানে অনেক চিকিৎসা যেমন দাঁতের চিকিৎসা, পেটের চিকিৎসা সব বাংলাদেশে নেওয়ার জন্য আসে। আমেরিকা থেকে অনেক মানুষ চিকিৎসা নিতে আসে।’
বৃহস্পতিবার (৩০ জুন) রাতে জাতীয় সংসদ অধিবেশনে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পাসের আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দের উপর আনিত মঞ্জুরি দাবির আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ১৭ কোটি লোককে এই বাংলাদেশে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা এই দেশে করা হয়েছে। কোভিডকালীন যখন কেউ বাহিরে যেতে পারেনি তখন এই ১৭ কোটি লোকের চিকিৎসা এই বাংলাদেশে হয়েছে। বাইরে কাউকে যেতে হয় নাই।
বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছিলেন প্রতি বছর ৮-১০ লাখ মানুষ শুধু ভারতে চিকিৎসা নিতে যায় তার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক লোকের কথা বলছেন। কিছু লোক যদি বাইরে যায় তাদেরকে তো আমরা এখানে ধরে রাখতে পারব না। যত ভালো সেবাই হোক এখানে সেবা নেবে না তারা। তারা আমেরিকা যাবে, ইউরোপে যাবে সিঙ্গাপুর যাবে। এটা স্বাভাবিক। তবে আমেরিকা থেকেও অনেক রোগী ভালো চিকিৎসা না পেয়ে বাংলাদেশে আসে।
এসএম/এমএমএ/