করোনায় একদিনে মৃত্যু ১৩৯১, শনাক্ত ৭ লক্ষাধিক
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৫ হাজার ১৭৪ জন।
শনিবার (২৫ জুন) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ২৮৫ জন। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৪৯ হাজার ২৫২ জন। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ কোটি ৩১ লাখ ২৪ হাজার ২৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ জার্মানিতে। দেশটিতে নতুন করে ১ লাখ ৮ হাজার ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। ইউরোপের এই দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ৭৭৫ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৬৫০ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩২৪ জনের। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬ হাজার ৯৯৩ জনের। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২০ লাখ ৩০ হাজার ৭২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬ লাখ ৭০ হাজার ২৮২ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৯১৬ জন ও মারা গেছেন ২৩৭ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে এ পর্যন্ত ৮ কোটি ৮৭ লাখ ৮ হাজার ৭০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০ লাখ ৪০ হাজার ৬৪১ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এসজি/