করোনা পরিস্থিতি
আবারও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র
বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৯৬৬ জন। আগের দিন মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১৮২ ও শনাক্ত হয়েছিল ৭ লাখ ১১ হাজার ৯৫২ জন।
বৃহস্পতিবার (২৩ জুন) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৩ লাখ ৪৫ হাজার ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ৯৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬২ জন ও মারা গেছেন ১০৫ জন। ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ২২৫ জনের এবং মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৪৬২ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬ হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯০ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে এ পর্যন্ত ৮ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৮০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১০ লাখ ৩৯ হাজার ৬৮৭ জন।
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ২৮৫ জন ও মারা গেছেন ১৭৬ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৯৪ হাজার ৫০৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৬১২ জনের।
তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১৭১ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৩৪ লাখ ৩৯ হাজার ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৫ হাজার ৬৫১ জন।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ৬৬ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৩ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ২২৮ জনের।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এসজি/