করোনায় আক্রান্ত ডিবি প্রধান হাফিজ আক্তার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি দ্বিতীয় বার করো না আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৫ জুন) তিনি নিজেই করোনা ভাইসারে আক্রান্তের কথা ঢাকা প্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই।
জানা যায়, এর আগে গত বছরের ২৪ মার্চ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে হাফিজ আক্তারের ।
করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ৪-৫ দিন হয় করোনা পজেটিভ আসছে। কয়েকদিন যাবত বাসায় আছি।
উল্লেখ্য, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর তাকে অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। এ কে এম হাফিজ আক্তার সর্বশেষ রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্বপালন করেন। এরপর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়।
কেএম/
