করোনায় একদিনে মৃত্যু ৫৪০, শনাক্ত সোয়া তিন লাখ
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৪০ জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল ৯২৯ জনের। এখন পর্যন্ত বিশ্বে করোনায় ৬৩ লাখ ৩১ হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ৩৯৪ জন। আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিল ৩ লাখ ৮২ হাজার ৩৭৭ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪ লাখ ৮৭ হাজার ৯৫০ জন।
সোমবার (১৩ জুন) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ফ্রান্সে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৩৯৭ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৪৯ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে নতুন করে ৫০ হাজার ৬৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ লাখ ৯২ হাজার ২৬৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ১৭১ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে এখন পর্যন্ত ৮ কোটি ৭৩ লাখ ২১ হাজার ৭০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৪৭ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এসজি/