রংপুরে জরুরি প্রাথমিক চিকিৎসা বিষয়ক সেমিনার

দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্ট টিম (সিএমএসই) রংপুরে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক সেমিনার (এমএফআরএস) এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি শুরু হয়।
মানুষের জীবনরক্ষার গুরুত্বপূর্ণ দক্ষতা শেখার জন্য রংপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স (এফএসিডি) এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা সপ্তাহব্যাপী এই সেমিনারে অংশ নেন।
কয়েক দিনের নিবিড় পাঠদান ও ব্যবহারিক অনুশীলনের পর বাস সংঘর্ষের এক কল্পদৃশ্যের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবাদানের সক্ষমতা ও আত্মবিশ্বাস পরীক্ষা করা হয়েছিল যেখানে তাদেরকে ক্ষত, হাড়ভাঙা, শ্বাসকষ্ট ও মাথায় আঘাতপ্রাপ্তদের জন্য ব্যবস্থা নিতে হয়েছিল।
এমএফআরএস-এর মাধ্যমে নতুন প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক-চিকিৎসা-সেবাদানকারীরা রংপুরকে আরও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে এই দক্ষতাগুলোকে তাদের দৈনন্দিন কাজের অংশ করে নেবে।
এমএমএ/
