করোনায় একদিনে মৃত্যু ৬৯১, আক্রান্ত ৩ লক্ষাধিক
একদিনের ব্যবধানে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯১ জন। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ৬৭৬ জনের। আগের দিন করোনায় ৪৭৬ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছিল ২ লাখ ৯৭ হাজার ৮৪০ জন।
মঙ্গলবার (৭ জুন) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এসব তথ্য জানা গেছে।
মহামারির শুরু থেকে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ১৪১ জন। করোনায় মোট মারা গেছেন ৬৩ লাখ ২১ হাজার ২৫০ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ উত্তর কোরিয়ায়। এই সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৬৮০ জন। তবে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ লাখ ৩৭ হাজার ১৬০ জন ও মারা গেছেন ৭১ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে করোনায় মারা গেছেন ১৫১ জন। আর একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৩ জন। তাইওয়ানে এখন পর্যন্ত ২৪ লাখ ৫৭ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৩ হাজার ৯০ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১০৮ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ৯৯৫ জন। আর এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৩ হাজার ৮০৭ জনের।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এসজি/