করোনায় একদিনে মৃত্যু ৪৭৬, শনাক্ত প্রায় ৩ লাখ
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৮৪০ জন এবং মারা গেছেন ৪৭৬ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৪৩ হাজার ৮৫৭ জন।
সোমবার (৬ জুন) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এসব তথ্য জানা গেছে।
এ নিয়ে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৫৮৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ২০ হাজার ৪৫৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৬৩২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ উত্তর কোরিয়ায়। দেশটিতে নতুন করে ৭৩ হাজার ৭৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় কারো মৃত্যু হয়নি।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে তাইওয়ান। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে করোনায় ১২৪ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ১১০ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৫৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই ভাইরাসে মোট মারা গেছেন ১০ লাখ ৩৩ হাজার ৫৯১ জন ও সুস্থ হয়েছেন ৮ কোটি ২৫ লাখ ৮৪ হাজার ৫৩১ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এসজি/