ইবনে সিনা ও প্রভা হেলথে ছাড় শুরু বাংলাদেশ ইউনিভার্সিটির
লেখা ও ছবি : সোহেল আহসান নিপু, উপ-পরিচালক, জনসংযোগ, বাংলাদেশ ইউনিভার্সিটি
আজ থেকে বাংলাদেশ ইউনিভার্সিটির সব ছাত্র, ছাত্রী, অধ্যাপক ও কর্মকতা এবং কর্মচারী; তাদের পরিবারের সদস্যদের দেশের অন্যতম প্রধান স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট ও প্রভা হেলথ ডায়াগনষ্টিক পরীক্ষাগুলোতে সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা প্রদান করবে।
অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বিইউ’র সঙ্গে ইবনে সিনা ও প্রভা হেলথের চুক্তিগুলো হয়েছে গতকাল মঙ্গলবার, ২৪ মে ২০২২ তারিখে।
খবরটি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক সোহেল আহসান নিপু জানিয়েছেন, ‘আমাদের সঙ্গে সকালে ইবনে সিনা ও বিকালে প্রভা হেলথের সঙ্গে চুক্তি দুটি হয়েছে।’
‘ইবনে সিনার সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির ঢাকার মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসে আর প্রভা হেলথের সঙ্গে তাদের অফিসে চুক্তি হয়েছে।’
তিনি জানিয়েছেন, ‘ইবনে সিনার পক্ষে অতিরিক্ত পরিচালক ও হেড অব বিজনেস ডেভলপমেন্ট এ. এম. এম. তাজুল ইসলাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটির হয়ে রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অবঃ) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।’
‘প্রভা হেলথের হেড অব মার্কেটিং সাফাত আলী ও বিইউর পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত নিজ প্রতিষ্ঠানের হয়ে স্বাক্ষর করেছেন।’
ছবি : বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ)’র স্থায়ী ক্যাম্পাস, ইবনে সিনার চিকিৎসকরা ও প্রভা েহেলথের অনলাইন স্বাস্থ্য সেবা।
ওএস।