দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা করেছেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকা) বিনিময়ে মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন। এই নাগরিকত্বের বিক্রি ‘গোল্ড কার্ড’ নামক একটি নতুন ব্যবস্থার মাধ্যমে হবে, যা ধনী অভিবাসীদের জন্য নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করবে।
ট্রাম্প বলেছেন, "আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করব, যা গ্রিন কার্ডের সুবিধা প্রদান করবে এবং এটি নাগরিকত্বের পথ তৈরি করবে।" গোল্ড কার্ডের জন্য প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ মিলিয়ন ডলার, যা ধনী ব্যক্তিরা কিনে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
এটি মার্কিন ‘ইবি-৫ প্রোগ্রাম’কে প্রতিস্থাপন করবে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন নাগরিকত্বের পথ উন্মুক্ত করে। তবে ট্রাম্পের নতুন গোল্ড কার্ড প্রোগ্রামটি ইবি-৫ প্রোগ্রামের চেয়ে অনেক বেশি সুবিধাযুক্ত হবে, দাবি করেছেন তিনি। এর মাধ্যমে বিনিয়োগকারীরা শুধু মার্কিন নাগরিকত্বই পাবেন না, বরং দীর্ঘমেয়াদে ব্যবসায় বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
ট্রাম্প আরও জানান, এই গোল্ড কার্ডের মাধ্যমে বিভিন্ন দেশের ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে পারবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করতে পারবেন। তাঁর মতে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ পরিশোধের জন্যও সহায়ক হতে পারে।
এছাড়া, ট্রাম্প আশা করছেন কমপক্ষে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে এবং তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রোগ্রামের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।
বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে ধনী ব্যক্তিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ অফার করে থাকে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, স্পেন, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি অন্তর্ভুক্ত। তবে ট্রাম্পের গোল্ড কার্ড প্রোগ্রামটি এই সেক্টরের মধ্যে নতুন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।