সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং রেনেটা বাংলাদেশ লিমিটেড এর কারিগরি সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলে দিনব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
বৃহস্পিতবার (২৮ এিপ্রল) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সদস্য আলীমদ্দীন গাজী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মন্জুর হোসেন, আরও উপস্থিত ছিলেন রেনেটা বাংলাদেশ লিমিটেড এর এমআর শুভ ইসলাম, লিডার্স এর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট সুব্রত রায় প্রমুখ। রোগী দেখেন ডা. তানিয়া সুলতানা, এমবিবিএস, পিজিটি (গাইনী এন্ড অবস)।
উক্ত মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের কারেণ উপকূলে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব ক্ষতিগ্রস্থ মানুষের পাশে স্বাস্থ্য সেবা নিয়ে লিডার্স যে ভূমিকা পালন করছে তার জন্য আমরা লিডার্স এর প্রতি কৃতজ্ঞ।
গাবুরা ইউনিয়নের নারীরা সেবা নিতে এই স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আসেন। প্রায় একশ এর অধিক রোগী এই ক্যাম্পে সেবা নেন বলে জানা গেছে ।
এমএমএ/