বিশ্বে করোনায় আরও ২৬৬৫ জনের মৃত্যু
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কয়েকদিন ধরে নিম্নমুখী থাকলেও গত দুইদিন ধরে আবারও বেড়েছে শনাক্ত ও মৃত্যুর হার। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন ২ হাজার ৬৬৫ জন। একই সময় নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ২৩৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২ হাজার ৮০৬ জন। একই সময় ভাইরাসটিতে সংক্রমিত হন ৬ লাখ ২৪ হাজার ৫২৮ জন। তার আগের দিন মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ জন। অন্যদিকে মারা যান ১ হাজার ৭৭৮ জন।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৪১৫ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৩ হাজার ৮২ জনে। আর মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৪৫৭ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ২৪৭ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ১৯ হাজার ৭৭৪ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১২ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু ৫ লাখ ২৩ হাজার ৬৫৪ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৪ জন এবং মোট মৃত্যু ৬ লাখ ৬৩ হাজার ১৬৫।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ১২৪ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ৫৭৯ জন।
পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত ২ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ২৪২ জন। এর মধ্যে মৃত্যু ১ লাখ ৩৫ হাজার ৩৬৯ জন।
আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, রাশিয়া সপ্তম, দক্ষিণ কোরিয়া অষ্টম, ইতালি নবম ও তুরস্ক দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ৪২তম।
এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ ভাইরাস।
টিটি/