করোনা: দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু, শনাক্ত ১২২
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ৪ জনের মৃত্যু হয়েছে।
যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭ জনে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন।
মৃত ৪ জনের মধ্যে খুলনা বিভাগে ২ জন এবং ঢাকা ও বরিশাল বিভাগের ১ জন করে ২ জন রয়েছেন। মৃতদের বয়স ৬০ বছরের উর্ধ্বে ৩ জন এবং এর নিচে ১ জন।
গত ১০ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।
২৪ ঘণ্টায় মৃত ৪ জনের ৩ জন পুরষ এবং নারী ১ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৪২ জন এবং নারী ১০ হাজার ১০৫ জন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭১৬টি। নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৯৭১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১২ লাখ ৪৮ হাজার ৭৪২টি।
/এএস