ইউরোপের তিন দেশ থেকে ১২ লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ
ইউরোপের নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড বাংলাদেশকে ১২ লাখ ১৯ হাজার ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই টিকা হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ লাখ ডোজ টিকার মধ্যে সুইজারল্যান্ড দিয়েছে চার লাখ ৪৬ হাজার ৪০০ ডোজ, নরওয়ে দিয়েছে দুই লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ এবং সুইডেন দিয়েছে পাঁচ লাখ ৩৫ হাজার ২০০ ডোজ টিকা। তিনটি দেশই কোভ্যাক্সের আওতায় এই টিকা দিয়েছে বাংলাদেশকে।
ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ যৌথভাবে এ টিকা হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী।
আরইউ/এমএমএ/