বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'ডানা'র আশঙ্কা, আঘাত হানতে পারে ২৪-২৬ অক্টোবরের মধ্যে
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চলতি মাসের শেষের দিকে আঘাত হানতে পারে। বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী, ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এটি বাংলাদেশের উপকূল বা ভারতের ওড়িশা রাজ্যের দিকে ধেয়ে আসতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, অক্টোবর মাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে, যার নামকরণ করা হবে ‘ডানা’। নামটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তবে এখনও ঘূর্ণিঝড়টি উপকূলের ঠিক কোন অঞ্চলে আঘাত হানবে তা নিশ্চিত নয়। আগামী ২০ অক্টোবরের পর এই বিষয়টি পরিষ্কার হবে।
ভারতের আবহাওয়াবিষয়ক সরকারি সংস্থা আইএমডি জানিয়েছে, ২০ অক্টোবরের দিকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বাংলাদেশের আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, অক্টোবর মাসে সাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি থাকে, তাই ২২ অক্টোবর মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই ঘূর্ণিঝড় নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।
এর আগে আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, অক্টোবরে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।