সপ্তাহ শেষে কেমন থাকবে শীত,যা জানালো আবহাওয়া অফিস
ছবি সংগৃহিত
দেশজুড়ে এখন শীত বয়ে যাচ্ছে। দেশের কোনো কোনো অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। তবে গত কয়েকদিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম। সপ্তাহ শেষে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম হলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে পরবর্তী তিন দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন পূর্বাভাসে মঙ্গলবার ও বুধবারের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
এদিকে সপ্তাহের শেষ দিন, অর্থাৎ বৃহস্পতিবারের (২১ ডিসেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, এ দিনের আবহাওয়া থাকবে শুস্ক। তবে দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।