উত্তরাঞ্চলে শীতের আগমনী বার্তা
ছবি সংগৃহিত
শরৎ শেষে এসেছে হেমন্ত কাল। দেশের উত্তরাঞ্চলে শীত দিচ্ছে তার আগমনী বার্তা। দেখা মিলছে কুয়াশার চাদর আর শিশির ভেজা ঘাসের। ঋতুর পালা বদলের নিয়মে দু’মাস পরই আসবে শীত। তবে, আবহাওয়া অফিস জানিয়েছে, হেমন্তের সূচনাতেই বইতে শুরু করেছে উত্তরের হিমেল হাওয়া। আস্তে আস্তে কমবে তাপমাত্রা।
ভোর থেকে শিশির ঝরা আর সকালে কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ আবহ। সূর্যের আলোক ছটা আর দূর্বাঘাসে জমাট বাঁধা মুক্ত দানা-স্নিগ্ধ সকাল আর প্রভাতের সোনা রোদের উপস্থিতি জানান দিচ্ছে হেমন্তকাল। এমন অপূর্ব দৃশ্য হিমালয়ের পাদদেশ ঘেঁষা বৃহত্তর দিনাজপুর তথা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ উত্তরের জনপদে।
স্থানীয়রা বলছে, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এ বছর দ্রুত শীত শীত অনুভব হচ্ছে। দিনের বেলা বেশ গরম থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। রাতভর হালকা বৃষ্টির মত টুপটুপ করে কুয়াশা ঝরতে থাকে। বিশেষ করে ধানের শীষে কুয়াশা বিন্দু বিন্দু জমতে দেখা যায়। সকালে যারা ঘাসের ওপর দিয়ে হাঁটাচলা করেন কুয়াশার কারণে তাদের কাপড় ভিজে যায়।
রবিবার ভোরবেলা দেখা গেছে, হালকা কুয়াশায় ঢেকে গেছে রাস্তা-ঘাট। ঢাকা থেকে ছেড়ে আসা বাস-ট্রাকগুলো গুলো হেডলাইট চালিয়ে রাস্তায় চলাচল করছে। অনেকেই হালকা গরম কাপড় গায়ে দিয়ে নিজ নিজ কাজে বের হচ্ছেন।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, চলতি মাসের শেষে ঠান্ডা বাতাস বইতে শুরু করবে। সে সঙ্গে দিনের তাপমাত্রা আরো কমবে।
সবজি চাষি রতন আলী বলেন, হালকা শীতের কারণে ফসলে বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ শুরু করে। এতে ফসলে কীটনাশক প্রয়োগ করতে। উৎপাদন খরচও বেড়ে যায়।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান, হালকা শীতের কারণে বিভিন্ন ফসলে রোগ-বালাই দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পাশাপাশি আমরাও ফসলের সুরক্ষায় কৃষকদের পরামর্শ প্রদান করছি। আবহাওয়া অনুকুলে থাকলে ফসলগুলো রোগ-বালাই কাটিয়ে বাম্পার ফলন হবে বলে মত প্রকাশ করেন তিনি।
হিমালয়ের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য স্থানের চেয়ে উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে আগেভাগেই শীতের আগমন ঘটে। এবারো তার ব্যতিক্রম নয়। এখনই ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ভোরে শীতের সঙ্গে দেখা মিলছে ঘন কুয়াশা। হিমালয় থেকে ঠান্ডা বাতাস ধীরে ধীরে ঢুকতে শুরু করেছে উত্তরাঞ্চলে।
হিমালয়ের কাছে হওয়ায় উত্তরের এই দুই জেলায় শীত আগে পড়ে বলে জানালেন আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ। শীত আসতে দেরী থাকলেও কুয়াশার কারণে এখনই ভোরের দিকে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়।