ওয়েব সিরিজে মাহি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। এর নাম ‘ওভার ট্রাম্প’। এটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। এই সিরিজে মাহির বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
এ প্রসঙ্গে মাহি বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি। এ ছাড়া আরও যাদেরকে পেয়েছি সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। আশা করি ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে।’
শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ওভার ট্রাম্প’। এতে আরও অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।
এএম/এসজি