ওয়েব ফিল্মে সোহানা সাবা

জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ভিন্নধর্মী কাজের জন্য সুমান রয়েছে তার। সিনেমা, নাটকে রয়েছে তার সফল বিচরণ। এবার ক্যারিয়ারে প্রথমবার ওয়েবফিল্মে কাজ করছেন এই অভিনেত্রী। এর নাম ‘অদিতি’। গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রাকেশ বসু। ওয়েবফিল্মটি প্রযোজনা করছে আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া।
এতে সাবার সঙ্গে আরও অভিনয় করছেন সজল নুর, ফকরুল বাশার মাসুম, মিলি বাশার, সাবেরী আলম প্রমুখ।
এই ওয়েব সিনেমাটি আরটিভির ওয়েব প্লাটফর্মের জন্য নির্মিত হচ্ছে। মানিকগঞ্জ ও উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। ইতোমধ্যেই এর ৫০ ভাগ শেষ হয়েছেও বলে জানান সোহানা সাবা।
এ সম্পর্কে সাবা ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘এখন পর্যন্ত অদিতির কাজ ভালো হচ্ছে। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম সেভাবেই কাজটি এগোচ্ছে। পরিচালক রাকেশ বসুর সঙ্গে আমি ১২ বছর আগে কাজ করেছিলাম। আবারও এই কাজ করছি। কাজটি ভালো হচ্ছে। আমি প্রথম ওয়েব সিনেমায় কাজ করছি। কাজের অভিজ্ঞতাও দারুণ। কাজটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আমার বিশ্বাস দর্শক ভালো কিছু পাবে।’
এএম/এমএমএ/
