ভালোবাসা ও ফাল্গুনে ‘চিত্রাঙ্গদা’ ও ‘ম্যাকবেথ’
ভালোবাসা দিবস ও ফাল্গুন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যসংগঠন স্বপ্নদল ‘চিত্রাঙ্গদা’ ও ‘ম্যাকবেথ’ নাটক দুটির চারটি বিশেষ প্রদর্শনীর অয়োজন করেছে।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র দু’টি প্রদর্শনী এবং পরদিন ১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা ও সাড়ে ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে নতুন প্রযোজনা উইলিয়াম শেক্সপিয়রের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে মূকনাট্য ‘ম্যাকবেথ’-এর দু’টি মঞ্চায়ন করবে। এ দু’টি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
মহাভারত অবলম্বনে রচিত ‘চিত্রাঙ্গদা’-র নাট্যকাহিনিতে দেখা যায় মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুন যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন। কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকে অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপোড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়।
অন্যদিকে, স্বার্থপরতা-ক্ষমতালিপ্সা-অতি উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল ও শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড এবং পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্বখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’।
স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ এবং ‘ম্যাকবেথ’ দু’টি প্রযোজনাই বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত হয়েছে।
এএম/আরএ/