পথ নাট্যোৎসব আজ থেকে শুরু
‘ইতিহাস জানো তুমি, আমরা পরাজিত হইনি, শত্রুকে আমাদের ঝান্ডা কখনো দেইনি।’ স্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর জাতীয় পথ নাট্যোৎসব।
১ থেকে ২৮ ফেব্রুয়ারি আটটি বিভাগের ২০টি জেলায় এই পথ নাট্যোৎসব একযোগে অনুষ্ঠিত হবে।
এটি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ৩৮তম আয়োজন। বিগত দুই বছর মহামারীর কারণে এই আয়োজন বন্ধ ছিল। বাংলাদেশের নবনাট্যচর্চার ৫০ বছরে পথ নাটক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
স্বৈরাচারসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের পথ নাটক পথের দিশা দেখিয়েছে। নাটককে বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত করার অভিপ্রায়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ৪০ বছর ধরে নিয়মিতভাবে আয়োজন করে আসছে জাতীয পথ নাট্যোৎসব।
উদ্বোধনী অনষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, পথ নাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশোনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা।
এইবারের আয়োজনের ঢাকা মহানগরের ৫০টি নাট্যদল তাদের প্র্রযোজনা সমূহ মঞ্চস্থ করবে ১ থেকে ৭ ফেব্রুয়ারি।
এএম/এমএমএ/