‘মেঘবতী’ হচ্ছেন প্রকৃতি শিকদার
নাট্যদল প্রাঙ্গণেমোর-এর কর্ণধার জনপ্রিয় অভিনেতা নির্মাতা অনন্ত হীরা ও অভিনেত্রী নির্মাতা নূনা আফরোজ দম্পতির মেয়ে প্রকৃতি শিকদার।
এবার মেঘবতী হয়ে মঞ্চে আসছেন তিনি। নাসরীন জাহানের লেখা নাটকের নাম ‘মেঘবতী’। মেয়ের অভিনীত এই নাটকটি নির্দশনা দিয়েছেন নূনা আফরোজ।
এটি নূনা আফরোজের নিজের দলের ৬ষ্ঠ নির্দেশনা। এর আগে তিনি
‘স্বদেশী’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, ‘আমি ও রবীন্দ্রনাথ’এবং ‘কৃঞ্চচূড়া দিন’ নাটক নির্দেশনা দিয়েছেন।
আগামী মার্চ মাসে ‘মেঘবতী’ নাটকটি মঞ্চে আনার লক্ষ্যে গত ২১ জানুয়ারি ২০২৩ নাটকটির রিহার্সাল শুরু হয়েছে। এর আগে প্রকৃতি শিশুশিল্পী হিসেবে মঞ্চে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম পরিনত চরিত্রে অভিনয় করতে যাচ্ছে। এক বছর বয়সে প্রথম মঞ্চে ওঠে প্রকৃতি ‘লোকনায়ক’ নাটকে।
শিশু শিল্পী হিসেবে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকে ১১ বছরের কাদম্বরী, ‘হাছানজানের রাজা’ নাটকে কিশোরী, ‘আওরঙ্গজেব’ নাটকে আওরঙ্গজেবের কন্যা জিনাত আরা এবং রক্তকরবী ও শেষের কবিতাসহ মোট ছয়টি মঞ্চ নাটকে অভিনয় করেছে প্রকৃতি।
‘মেঘবতী’ নাটকের মূল দুটি চরিত্রে অভিনয় করছেন রামিজ রাজু এবং প্রকৃতি শিকদার। আরও অভিনয় করছেন সীমান্ত, শুভ, রাহুল, সুজয়, দিগন্ত, বুলেট, পার্থ, নির্ঝর ও শাহেদ। নির্দেশনা ছাড়াও এই নাটকের কস্টিউম ডিজাইন করবেন নূনা আফরোজ।
এএম/এমএমএ/