অভিনেত্রী মায়া ঘোষ আর নেই
কলকাতার নন্দিত মঞ্চ অভিনেত্রী মায়া ঘোষ আর নেই। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শ্রীরামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এই অভিনেত্রী। শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শনিবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুতে কলকাতার নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
উৎপল দত্ত প্রতিষ্ঠিত ‘পিপলস্ লিটল থিয়েটার’-এর সদস্য হিসেবে নাট্যজীবন শুরু করেছিলেন মায়া ঘোষ। ষাটের দশকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘সাঁওতাল বিদ্রোহ’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি।
অজিতেশ নান্দীকার গঠনের পর মায়াই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হন। রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় একাডেমি চত্বরে তার মরদেহ নিয়ে আসা হয়। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
১৯৮৭ সালে ‘বেলা অবেলার গল্প’ নাটকে অভিনয়ের জন্য তিনি পশ্চিমবঙ্গ নাট্য একা কাডেমি পুরস্কার লাভ করেছেন। ‘মঞ্চে জীবন’-নামে রুশতি সেনের সম্পাদনায় একটি বই লিখেছিলেন তিনি।
এএম/এমএমএ/