আসছে ‘স্বর্ণময়ী’
মঞ্চে আসছে নতুন নাটক ‘স্বর্ণময়ী’। আগামী ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাট্যধারা নাটকটি মঞ্চস্থ করবে। এটি নাট্যধারার ২৮তম প্রযোজনা।
গাজী রহিসুল ইসলাম তমালের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন লিটু সাখাওয়াত।
নাটকের উদ্বোধনী মঞ্চায়নে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যসারথি আতাউর রহমান এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ ও ভারতের নাট্যাঙ্গনের অনেকেই।
এ বিষয়ে নির্দেশক লিটু সাখাওয়াত বলেন, ‘স্বর্ণময়ী ও ঈশা খাঁ’র মাঝে আদৌ কোনো প্রেম ছিল কি না তা খুঁজতে গিয়ে এই নাটকে প্রেমের অধিক প্রকট হয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ও সংঘাত। যে দ্বন্দ্ব-সংঘাত এখনো বর্তমান। বরং আরও বেশি করে বর্তমান। একজন নির্দেশক হিসেবে গল্পের এই বিষয়টিই আমাকে বেশি করে টেনেছে।’
নাটকে লাইট এবং সেট ডিজাইন করেছেন হেনরি পলাশ সেন এবং মিউজিক করেছেন এজাজ ফারাহ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াদ, দীপান্বিতা, তমাল, পারভেজ, মাহবুব, লিটু, রফিকুল, ছন্দা, রুবেল, হাফসা, হাসিব, বায়েজিদ, অংকন এবং রাই।
এএম/এসজি