জেলহত্যা দিবস উপলক্ষে ‘সিক্রেট অব হিস্ট্রি’
জাতীয় জেলহত্যা দিবসকে কেন্দ্র করে আগামী ২ নভেম্বর সন্ধ্যা ৭টায় বুনন থিয়েটারের অষ্টম প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি’ মঞ্চায়িত হবে।
নাটকটি মঞ্চায়ন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সিমিন হোসনে রিমি, সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সাস্থী কমিটি, সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ -১ আসন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহাকারী অধ্যাপক আনন জামান ও নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন।
নাটকে শুরুতেই দেখা যায়-এক মহান রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল করা খুনি রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যাকৃত চার নেতার লাশ গোরস্তানে বয়ে এনেছে রাতের আন্ধারিতে কবরে ছেঁপে দেবার জন্য। গোরস্তানের আদি ভৌতিক আবহে খুনি-রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনি রিসালদার ও চার নেতার ছায়া শরীর।
কাহিনীর মধ্যভাগে যুক্ত হয় এক খুনি মেজর -যে অন্ধকার হলেই লাশভরা ট্রাক নিয়ে পথে নামে গোরস্তান দেখলেই ছেপে দেয়। সে নয়খানি ট্রাকে শতখানি দ্রোহঠাসা সেনার লাশ গোরস্তানের ছায়ায় সারি করে রেখে-রাষ্ট্রপতির সঙ্গে যুক্ত হয়। খুনি রাষ্ট্রপতি আর মেজর একসঙ্গে কৌশল নির্মান করে চলে লাশ ছেপে দেবার জন্য-বাধ সাধে বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর মুর্দা ফকির। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।
নাটকটিতে অভিনয় করেছেন আনন জামান, আশরাফুল বিলাস, তুষার কান্তি দে রাজন, আবু ফাহিম, উচ্ছ্বল হাসান, আবিদ হাসান নির্ঝর, শাত-ইল রাস, কেয়া চৌধুরী, অমিত প্রিয়ভাষ, সাঁঝমান নন্দ, তুষার সমীরণ, কাকন চৌধুরী, মারিয়া বিনতে লতিফ, জিহাদুল ইসলাম, রুদ্রতুল রানার, আরিফ জামান সেজান, তাবাস্সুম অধরা, শিপু হাসান, বিনি আমিন শেখ, নিশা হক, মাহবুব হাসান দিপু, তানিয়া আক্তার প্রমুখ।
এএম/এমএমএ/