নজরুলের ‘মধুমালা’ তার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের চরিত্রে
বিদ্রোহী ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘মধুমালা’ নামে একটি গীতিনাট্য লিখেছেন। তার নামে প্রতিষ্ঠিত ত্রিশালের জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্য, সঙ্গীতপ্রেমী অধ্যাপকরা ‘মধুমালা’ মঞ্চস্থ করেছেন। তারা উন্মুক্ত প্রদর্শনী করেছেন গাহি সাম্যের গান মঞ্চে।
নির্দেশনা দিয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রভাষক হীরক মুশফিক।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৮ জন অধ্যাপক থেকে প্রভাষক মধুমালার বিভিন্ন চরিত্র করেছেন।
নায়িকা ও প্রধান চরিত্র মধুমালা চরিত্র করেছেন এফএমএস বা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজের মাশকুরা রহমান রিদম। তার বিপরীতে বিভাগের পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ প্রামাণিক মদন কুমার।
অন্য চরিত্রগুলো করেছেন- বাংলা ভাষা ও সাহিত্যের ড. মার্জিয়া আক্তার, সিএসই (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং)’র অধ্যাপক ও প্রক্টর ড. উজ্জ্বলকুমার প্রধান, সঙ্গীতের জাহিদুল কবীর, চারুকলার মাসুম হাওলাদার, এফএমএসের তুহিন অবন্ত (তুহিনুর রহমান), ইংরেজির উম্মে ফারহানা, মানবসম্পদ ব্যবস্থাপনার সাজন সাহা প্রমুখ।
‘মধুমালা’র নির্দেশক হীরক মুশফিক বলেছেন, “কবি কাজী নজরুল ইসলামের অন্যতম গীতিনাট্য ‘মধুমালা’। তিনি অসুস্থ হওয়ার পর ১৯৬০ সালে সুহৃদদের উদ্যোগে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে। রূপকথাকে ঐতিহ্যের মিশেলে রচনা করেছেন বিদ্রোহী কবি। মদনকুমারের স্বপ্নে দেখা রাজকন্যা মধুমালা। তাকে খুঁজতে গিয়ে কাহিনীর চমকে প্রণয়ে আবদ্ধ হন কাঞ্চনমালার সঙ্গে। মধুমালা, মদনকুমার ও কাঞ্চনমালার ত্রিভুজ প্রেম মূল কাহিনী। মধুমালার ট্র্যাজিক পরিণতি ঘটেছে।’
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রভাষক হীরক মুশফিক আরো জানিয়েছেন, ‘যেকোনো দেশের সার্বিক উন্নয়নে নিজস্ব সংস্কৃতির চর্চা ও বিকাশ অতি গুরুত্বপূর্ণ। প্রজন্মের সঙ্গে নিজস্ব সংস্কৃতির মেলবন্ধনের এই দায় থেকে কবি গীতিনাট্য রচনা করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকদের গীতিনাট্যে অংশগ্রহণে নাটকটি প্রবলভাবে চমক সৃষ্টি করেছে।’
তিনি বলেছেন, ‘আমি আপ্লুত এমন কাজে যুক্ত বলে। উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে প্রযোজনা সংশ্লিষ্ট সব ছাত্র, ছাত্রীকে আন্তরিক ধন্যবাদ। শিক্ষক-শিক্ষার্থীর প্রদশন মেলবন্ধন নিশ্চয়ই ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।’
লেখা ও ছবি : আতোয়ার রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
ওএফএস।