স্বপ্নদলের ‘হেলেন কেলার’

নাট্যসংগঠন স্বপ্নদলের মনোড্রামা ‘হেলেন কেলার’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় নাটকটির ৪০তম মঞ্চায়ন করবে দলটি।
মহীয়সী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ‘হেলেন কেলার’ রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে অভিনয়ে রয়েছেন জুয়েনা শবনম।
দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত এই নাটকের গল্প।
প্রসঙ্গত, ‘হেলেন কেলার’ প্রযোজনাটি দেশের বাইরে ২০১৮-এ জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে, ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত ‘পূবের নাট্যগাথা আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮’-এ প্রদর্শনীসহ দেশে নিয়মিত সফল মঞ্চায়নের মাধ্যমে প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে ছ’টি আন্তর্জাতিক ভার্চ্যুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আালোচিত হয়েছে।
‘হেলেন কেলার’ প্রযোজনাটি কুয়েতের বিশ্বখ্যাত একটি নাট্যোৎসবে মঞ্চায়নের জন্যও আমন্ত্রিত হয়েছে। এ ছাড়া, এ মাসে দু'টি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শনীসহ ভারতে তিনটি মঞ্চায়ন অনুষ্ঠিত হচ্ছে প্রযোজনাটির।
এএম/এমএমএ/
