তিন বছর পর মঞ্চে ‘রক্তকরবী’
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটক লেখার ১০০ বছর পূর্তি হবে আগামীবছর ২৬ এপ্রিল ২০২৩। এটি উদযাপনের জন্য এক বছরব্যাপী পরিকল্পনা করেছে প্রাঙ্গণেমোর নাট্যদল।
এরই ধারাবাহিকতায় তিন বছরের লম্বা বিরতির পর আবারও মঞ্চে আসছে নূনা আফরোজ নির্দেশিত প্রাঙ্গণেমোর-এর প্রযোজনা ‘রক্তকরবী’।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ৫ আগস্ট, শুক্রবার, সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকটিতে অভিনয় করবেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, সাগর রায়, নিজাম লিটন, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, ঝুমুর, সুমন, বাঁধন সরকার, মাছুম, পার্থ ও রুমা।
এএম/এমএমএ/