শিল্পকলায় ‘বনমানুষ’

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় ৩১ জুলাই সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাট মঞ্চস্থ করবে ইউজিন ও‘নীল-এর নাটক ‘বনমানুষ’-দ্য হেয়ারি এপ। নাটকটি নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। এটি প্রাচ্যনাটের ২৭তম প্রযোজনা।
নাটকের দেখা যাবে, জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরে কয়েক জন শ্রমিক। তাদেরই অন্যতম হচ্ছে ইয়াংক। দেখতে প্রায় বনমানুষের মতো কালিকুলি মাখা অবস্থায় তাকে আরো বন্য মনে হয়। মিলড্রেড ডগলাস, পুঁজিপতির আদুরের কন্যা, যে পুঁজিপতি আবার এ জাহাজের পরিচালক মন্ডলীর অন্যতম।
ডগলাস এ জাহাজের যাত্রী। সে একবার জাহাজ থেকে নেমে ইয়াংককে দেখে ভয়ে চিৎকার দেয়। ইয়াংক যখন বুঝতে পারে যে তাকে উপলক্ষ করেই এই চিৎকার, তখন তীব্র একটা ঘৃণাবোধ জন্ম নেয় তার মধ্যে। ডগলাসকে কেন্দ্র করেই সারা দুনিয়ায় পুঁজিপতিদের ঘৃণা করতে থাকে সে। ভাঙতে চায় পুঁজিপতিদের ‘স্বর্গ’ তুল্য প্রাসাদ।
এএম/এমএমএ/
