আমি খুব ছোটবেলায় সমকামী ছিলাম: কবীর সুমন
সংগীতশিল্পী কবীর সুমন। ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমন। প্রেম আর প্রতিবাদের কথা তাঁর গানে গানে বয়ে চলে। সত্য যতই তিক্ত হোক, তা বলতে তিনি দ্বিধাহীন। নিজের ব্যক্তিজীবন নিয়েও কখনো ভয় পান না মুখ খুলতে। এবার আবারও সেই গানওয়ালা শিরোনামে উঠে এলেন, ব্যক্তিজীবনের আরও এক বিস্ফোরক অধ্যায় নিয়ে। জানালেন এক সময় সমকামি ছিলেন তিনি।
ভারত-বাংলাদেশের বৈরী সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই ভারতীয় সংবাদমাধ্যমকে গায়ক বলেন, “পতাকার চেয়ে নিঃসন্দেহে ভালোবাসা বড়। আমি তো খুব ছোটবেলায় সমকামী ছিলাম। খুব ছোট না ১৬ বছর বয়সে। তারপর আর সমকামী নয়। তখন আমার মহিলাদেরই বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে। এই ধরুন আপনাকে আমার ভালো লাগছে। কিন্তু আপনাকে ভালো লাগছে মানে কি আমি জানতে চাইছি আপনার দেশ কোথায়?”
এর আগে বাংলাদেশ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের মিথাচার নিয়ে গায়ক বলেছিলেন, ‘ভারত থেকে যারা বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের সম্পর্কে মিথ্যে কথা প্রচার করে চলেছে, তারা জেনে রাখুক মিথ্যে প্রচারে শেষ পর্যন্ত কোনো কাজই হয় না। পশ্চিমবঙ্গের সন্দেশখালী এবং আরজি কর নিয়ে অকথ্য অনর্গল মিথ্যে প্রচার যেমন প্রচারকদের কোনো সুবিধাই ডেকে আনেনি।’
এর আগে ফেলানী হত্যা প্রসঙ্গে কবীর সুমন লিখেছিলেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন?’